45216

11/22/2025 আফ্রিকান লিগে ডাক পেয়েও যে কারণে সরেছেন তাইজুল

আফ্রিকান লিগে ডাক পেয়েও যে কারণে সরেছেন তাইজুল

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫ ১০:৩০

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০এর নিলামে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে ভিড়িয়েছিল ডারবান সুপার জায়ান্টস। পরবর্তীতে তাইজুলের জায়গায় তারা নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনকে নেওয়ার কথা জানায়। ফলে স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশি তারকা নিজের নাম সরিয়ে নিয়েছেন।

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তাইজুল বলেছেন, ‘এখানে (রিপ্লেস করা নিয়ে) আমি অবাক নই। আর ওটা আমি নিজের থেকেই রিলিজ করেছি, কারণ আমার একটা ব্যক্তিগত (পার্সোনাল) ইস্যু ছিল।’

সাকিব আল হাসান এতদিন টেস্টে সর্বোচ্চ ২৪৬ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের শীর্ষে ছিলেন। গতকাল সমান উইকেট নিয়ে তাকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। নিজের পূর্বসূরী সাবেক অধিনায়ককে নিয়ে তাইজুল বলেছেন, ‘আসলে জিনিসটা (সাকিব না থাকাতে বেশি উইকেট নেওয়া) এমন না। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন সবসময় আপনাকে পারফর্ম করতে হবে। এটা হচ্ছে পারফরম্যান্সের জায়গা। আর আমি সাকিব ভাইকে কী দিতে পেরেছি, এটা মানে কোন মুখ্য বিষয় না।’

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশংসা করে তিনি বলেন, ‘সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে এবং আমরা পার্সোনালি যারা প্লেয়ার, (তাদের মধ্যে) উনার অভিজ্ঞতা ছিল (বেশি)। উনি অনেকদিন বাংলাদেশের হয়ে বিশ্বের এক নম্বর পজিশনে ছিল। একটা মানুষ তো এক নম্বর পজিশনে এমনি এমনি যাইতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম কোয়ালিটি ছিল।’

আমরা চেষ্টা করছি আরকি ওই জিনিসগুলো নেওয়ার জন্য এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিত এবং উনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কীভাবে আগাইতে পারি’, আরও যোগ করেন প্রথম ইনিংসে আইরিশদেরউইকেট নেওয়া তাইজুল

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]