45207

11/21/2025 রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সাড়ে ১৫ শতাংশ, তারপরও ঘাটতি ১৭ হাজার কোটি

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি সাড়ে ১৫ শতাংশ, তারপরও ঘাটতি ১৭ হাজার কোটি

অর্থনৈতিক প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৫ ২১:৫৫

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাইঅক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। তারপরও লক্ষ্যমাত্রা থেকে ১৭ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থবছরের ৪ মাসে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ দশমিক ৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের চার মাস শেষে আমাদানি ও রপ্তানি শুল্ক পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা, স্থানীয় পর্যায়ের মূসক থেকে আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা, আর আয়কর ও ভ্রমণ কর থেকে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা।

সবচেয়ে বেশি সাড়ে ২৪ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মূসকে। এছাড়া শুল্কে ৪ দশমিক ৫৩ শতাংশ ও আয়করে ১৬ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও কোনো খাতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

অন্যদিকে একক মাস হিসেবে অক্টোবর মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২২ শতাংশ। আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২৭ হাজার ৮৫৪ দশমিক ৩৯ কোটি টাকা। অক্টোবর মাসে শুল্কে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে (১৬ দশমিক ০৯ শতাংশ), ভ্যাটে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭৬ ও আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

চলতি (২০২৫-২৬) অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]