45193

11/20/2025 ‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর ২০২৫ ১৫:১৫

আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। তবে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার আগেই ছোট পর্দায় হাজির হচ্ছেন নায়িকা রুক্মিণী।

সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো-তে রুক্মিণীর উপস্থিতি মানেই বাড়তি বিনোদন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিণীর সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।

ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিণীর আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা।

বাবার পরিচয়ের বাইরে একজন মানুষের যে নিজস্ব সত্তা থাকে, সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে। সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিণীর এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]