45182

11/20/2025 ১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৫ ১২:৫১

শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট স্বাগতিকরা ৩৮৭ রান করেছে।

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।

মুশফিক ছাড়াও শততম টেস্টে ইতিহাস গড়েছিলেন যারা

বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।

এই মুহূর্তে লিটনের সঙ্গে ক্রিজে ৩০ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে এখন পর্যন্ত ৭৭ রান এসেছে। লিটন অপরাজিত আছেন ১০৩ রানে। এর আগে মুশফিকের সঙ্গে তিনি ১০৮ রানের জুটি গড়েন। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে ফেরেন ম্যাথু হাম্প্রিসের বলে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]