45113

11/18/2025 ‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’

‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর ২০২৫ ১০:৪৪

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার কর্মক্ষেত্র সবকিছুতেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যে অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, তা তার সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকেই স্পষ্ট। কেবল বাণিজ্যিক সফলতা নয়, কাজের প্রতি নিজের সততা ও আদর্শকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে চলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তার ক্যারিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের ভাবনা প্রকাশ্যে এনেছেন। নিজের আদর্শের প্রতি সৎ থাকার কথা জানিয়ে তিনি জোর দিয়ে বলেছেন, ‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি।’

সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ক্যারিয়ারে অনেকবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি কিন্তু টাকার কাছে মাথা নত করিনি। টাকার জন্য এমন কোনও চরিত্রে অভিনয় করিনি, ছবিতে যার কোনও ভূমিকা নেই।’

বলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে, যেখানে তারকাদের বাজারমূল্য নির্ধারণ হয় পারিশ্রমিকের অঙ্কে, সেখানে ক্যারিয়ারের শুরুতেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

এই প্রসঙ্গে দীপিকা জানান, প্রথম থেকেই তার এই আত্মবিশ্বাস ছিল না। নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে, তখন থেকেই এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস জুগিয়েছেন তিনি।

এই পথচলায় অভিজ্ঞতার গুরুত্ব উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]