45058

11/16/2025 রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

পটুয়াখালী থেকে

১৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৩

পটুয়াখালীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ির সামনে কাফনের কাপড় পরে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কাজীরহাট ব্রিজের ওপর নেতাকর্মীরা এ আন্দোলন করেন।

জানা যায়, সকালে এক অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য পটুয়াখালীতে আসেন রুহুল কবির রিজভী। তখন পথিমধ্যে কাজীরহাট ব্রিজ নামক এলাকায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ঘটনাকে কেন্দ্র করে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।

আন্দোলনরত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই না হলে দলের দুঃসময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল হতো না। ভাই দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

যুবদল নেতা সগির হোসাইন বলেন, রিমু ভাইয়ের মতো একজন নেতাকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুবই কষ্টের, আমরা মনে করি কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে

এ সময় রুহুল কবির রিজভী বলেন, আমি বর্তমানে একটি মানবিক কাজে এসেছি। রাজনৈতিক কোনো কাজে নয়। এ বিষয়ে বিবেচনা করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]