45025

11/15/2025 ১৩ কোটির পাথিরানাকে ছেড়েই দিলো চেন্নাই!

১৩ কোটির পাথিরানাকে ছেড়েই দিলো চেন্নাই!

খেলা ডেস্ক

১৫ নভেম্বর ২০২৫ ১৭:০৪

২০২৩ মৌসুমে আইপিএলে অভিষেক হওয়ার পর চেন্নাই সুপার কিংসে যেন ‘দ্বিতীয় ঘর’ বানিয়ে ফেলেছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। গত বছরের মেগা নিলামের আগে তাকে ১৩ কোটি রুপিতে রিটেইন করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। তবে এবার আর তার ওপর আস্থা রাখছে না চেন্নাই। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, আসন্ন ২০২৬ আসরের আগে পাথিরানাকে ছেড়ে দিচ্ছে চেন্নাই।

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল গত আসরে। ফলে এবার হবে মিনি নিলাম। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে পারে নিলাম। তার আগে আজ (১৫ নভেম্বর) বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে হবে। এরই মাঝে ট্রেডিংয়ের মাধ্যমে দল বদলেছেন কয়েকজন তারকা।

২০২৩ আইপিএলে চেন্নাইয়ের হয়ে আইপিএলে প্রথমবার খেলতে নামেন পাথিরানা। প্রথম আসরেই দ্যুতি ছড়ান লঙ্কান পেসার। ভিন্নধর্মী স্লো-আর্ম অ্যাকশন, ১৪০ কিমির ওপর গতিতে সে বছর শিরোপাজয়ী সিএসকের হয়ে ১২ ম্যাচে নেন ১৯ উইকেট, ইকোনমি ৮.০১। তবে তখনই সতর্ক করেছিলেন সাবেক অধিনায়ক এমএস ধোনি—পাথিরানাকে দীর্ঘ ক্যারিয়ারের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) সতর্কতার সঙ্গে ম্যানেজ করতে হবে। ধোনির কথাই যেন সত্যি হয়েছে; একের পর এক চোটে শেষ কয়েক বছর বেশ ভুগছিলেন তরুণ পেসার।

২০২৪ আইপিএল পুরোটা খেলতে পারেননি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। এসএ২০–তেও মাঝপথে দেশে ফিরতে হয় তাকে। সর্বশেষ আইপিএলেও অনেকটা নিষ্প্রভ ছিলেন। ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন, ইকোনমি ছিল ১০.১৩। সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, পাথিরানার প্রভাব কমে যাওয়ায় তারা উদ্বিগ্ন।

তার ধারণা, পাথিরানার রিলিজ পয়েন্টে পরিবর্তন আনায় এতে সমস্যা বাড়ছে। সব মিলিয়ে সিএসকে সিদ্ধান্ত নিয়েছে পাথিরানাকে ছেড়ে দেওয়ার। তবে ডিসেম্বরের ১৬ তারিখ আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিলামে তাকে আবার দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজি। পাথিরানা এখন পর্যন্ত শুধু সিএসকের হয়েই খেলেছেন আইপিএল, তিন মৌসুমে ৩২ ম্যাচে তার উইকেট ৪৭টি—গড় ২১.৬১, ইকোনমি ৮.৬৮।

এ ছাড়া আরও বড় রদবদল করেছে চেন্নাই। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে ছাড়ার পাশাপাশি রাভীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে ট্রেড করেছে রাজস্থান রয়্যালসের কাছে, বিনিময়ে দলে এসেছে সঞ্জু স্যামসন। চেন্নাই এবার নিলামে নামছে বড় অঙ্কের টাকা নিয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]