44941

11/12/2025 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

গাজীপুর থেকে

১২ নভেম্বর ২০২৫ ১২:১৬

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের উভয় পাশ অবরোধ করে এ বিক্ষোভ করছেন ৬ আসনের বিএনপির নেতারা।

জানা গেছে, গাজীপুরে এবার নতুন করে ৬ আসন যুক্তকরণের প্রস্তাবনা হয়। বিষয়টি নিয়ে হাই কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এ আসনের নেতাকর্মীরা। তবে গত দুই দিন আগে হাইকোর্টের রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে। শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি। এ ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]