44792

11/05/2025 এতিম ও দুস্থরা পেল সাড়ে ৬ হাজার কেজি জাটকা

এতিম ও দুস্থরা পেল সাড়ে ৬ হাজার কেজি জাটকা

নোয়াখালী থেকে

৫ নভেম্বর ২০২৫ ১০:৩৫

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এসব জব্দকৃত জাটকা দুস্থ, এতিম ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযান চলাকালে নদীতে সন্দেহজনকভাবে চলাচলরত দুটি কাঠের বোট তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায়। তবে জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধভাবে জাটকা শিকার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]