44760

11/04/2025 চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী যারা

চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী যারা

চাঁদপুর থেকে

৩ নভেম্বর ২০২৫ ২০:০১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। চাঁদপুরের পাঁচটি আসনের সবগুলোতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।

চাঁদপুরের ঘোষিত পাঁচ আসনের প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ আসনে আ.ন.ম. এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশিদ, এবং চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]