44648

10/30/2025 তলোয়ার হাতে শাহরুখ, ভিডিও ফাঁস হতেই তোলপাড়

তলোয়ার হাতে শাহরুখ, ভিডিও ফাঁস হতেই তোলপাড়

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৭

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের উত্তেজনা যেন আরও বেড়ে গেল। সম্প্রতি শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা। দেখা যায়, স্যুট পরা এক ব্যক্তিকে তলোয়ার হাতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আর তা দেখে নেটিজেনদের দাবি, তিনি শাহরুখ খানই।

সামাজিক মাধ্যমে শাহরুখের এক ভক্তমহলের গ্রুপে ভিডিওটি পোস্ট করে একজন লিখেছেন, ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য ফাঁস! অনুমান করুন, এই ব্যক্তি কে?’ মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

অনেকে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিডিওটি আসল নাকি এআই দিয়ে তৈরি। যদিও এখনও পর্যন্ত শাহরুখ খান বা ছবির নির্মাতারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে ‘কিং’-এর কোনো পোস্টার বা ট্রেলারও প্রকাশ পায়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবিটির প্রথম প্রচারমূলক কিছু একটা হতে পারে।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন বলিউডভক্তরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]