44432

10/21/2025 নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে, কোনো রকম অসুবিধা হবে না

নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে, কোনো রকম অসুবিধা হবে না

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৫ ১৮:০৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সামনে রেখে সরকারের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অসুবিধা হবে না।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। এ বছর নির্বাচন নিয়ে কিছু সংশয় আছে বলেই আমরা পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি, গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের দূরে রাখার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি ও সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে চাই।

বডি ক্যামেরা কেনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন কিছু না যে বাজারে গেলাম, কিনে নিয়ে এলাম। নিয়ম অনুযায়ী কেনা হবে। ৪০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে। দরপত্র ও দরাদরির পর দাম নির্ধারণ করা হবে।

আগামী নির্বাচনের আগে পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আইজিপি নিজেই জানিয়েছেন, পুলিশের সক্ষমতা আছে। আমরাও মনে করি, কোনো ধরনের সমস্যা হবে না।

আইজিপির সাম্প্রতিক বক্তব্য—নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়তে পারে—এ বিষয়ে তিনি বলেন, আইজিপি যদি বলে থাকেন, আমি সেটি সমর্থন করি। বাংলাদেশে ঝুঁকির অভাব নেই, অনেক ধরনের ঝুঁকি থাকে।

আগুনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তিনি বলেন, ‘গতকাল এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। বেশ কয়েকটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে কারণ জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]