44348

10/17/2025 চাকসু নির্বাচনে ভিপি নাটোরের রনি, এলাকায় খুশির আমেজ

চাকসু নির্বাচনে ভিপি নাটোরের রনি, এলাকায় খুশির আমেজ

নাটোর থেকে

১৬ অক্টোবর ২০২৫ ২১:৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের সন্তান ইব্রাহিম হোসেন রনি। তার এই সাফল্যে এলাকাজুড়ে উৎসবের আমেজ বইছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে রনির গ্রামের বাড়িতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত রনি, ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

রনির মা আছমা বেগম বলেন, আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় পুরো গ্রাম আনন্দে ভাসছে। গতকাল ও আজ আমি নফল রোজা রেখেছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে সবার কল্যাণে কাজ করতে পারে।

রনির বাবা মোহাম্মদ এনামুল হক বলেন, আমার ছেলেকে এমন মর্যাদাপূর্ণ স্থানে মহান আল্লাহ মনোনীত করেছেন, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। যারা তাকে নির্বাচিত করতে পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। আমি দোয়া করি সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে সত্যিকারের সেবক হিসেবে কাজ করবে।

বাগাতিপাড়া থানা শিবিরের সভাপতি মিঠু সরকার বলেন, ইব্রাহিম হোসেন রনি ভিপি নির্বাচিত হওয়ায় আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেছি। শিক্ষার্থীরা যেভাবে আমাদের প্যানেলে আস্থা রেখেছেন, আমরা সেই প্রত্যাশা পূরণে কাজ করব।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়া ইব্রাহিম হোসেন রনি বর্তমানে এমফিল পর্যায়ে অধ্যয়নরত। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]