44312

10/16/2025 চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ

চট্টগ্রাম থেকে

১৫ অক্টোবর ২০২৫ ১৯:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। তবে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, সে তথ্য এখনো জানা যায়নি।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ১৫টি ভোটকেন্দ্রে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। আমরা দ্রুতই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু করব।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হবে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে।

চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]