44261

10/14/2025 শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে দাবি মানলে, ‘মার্চ টু সচিবালয়’ বন্ধ হবে

শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে দাবি মানলে, ‘মার্চ টু সচিবালয়’ বন্ধ হবে

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৫ ১৫:২৪

শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলন করে শিক্ষকদের দাবি মানার ঘোষণা দিলে ‘মার্চ টু সচিবালয়’ বন্ধ হবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, সর্বশেষ আমি প্রস্তাব দিয়েছি, যদি উনাদের টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপন দিতে একটু দেরি হয়। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে হবে এই দাবিগুলো আমরা মেনে নিয়েছি, সরকারের পক্ষ থেকে আগামী দুই দিন বা তিন দিন পর আমরা প্রজ্ঞাপন দেব। যদি তারা যৌথভাবে ব্রিফিং করে এ ঘোষণা দেয়, তাহলে আমরা শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখব। আমাদের সারা বাংলাদেশের লাগাতার কর্মসূচি অব্যাহত রাখব কিন্তু সচিবালয়ের দিকে যে যাত্রা, আমাদের যে কর্মসূচিটি আছে, এটা আমরা প্রয়োজনে স্থগিত করব।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে দফায় দফায় তারা যোগাযোগ করছে। আমাদেরকে অনুরোধ করেছিল আমরা যাতে এটা বন্ধ করি। আমাদের ‘মার্চ টু সচিবালয়’ যেন আমরা না করি। এটাকে সীমিত করি। হাসনাত আবদুল্লাহ আমাকে কল করেছিলেন। সবমিলিয়ে দফায় দফায় তারা আসছেন, কথা বলছেন, ফোনে কথা বলছেন।

এই শিক্ষক নেতা বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসার জন্য আমাকে কয়েকবার বলা হয়েছে। আমি বলেছি যে, শিক্ষকরা খোলা আকাশে নিচে জীবনের ঝুঁকি নিয়ে বসে আছে। আর শিক্ষা উপদেষ্টা আলিশানভাবে জীবনযাপন করেন। দুদিন ধরে সারা বাংলাদেশের ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের কোটি কোটি শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর শিক্ষা উপদেষ্টা একটি শব্দ করেন না। এই শিক্ষা উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হবে না। আমরা তার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আম তার সঙ্গে যাব না।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা প্রশাসনকে বলেছি, আমরা এখানে বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করতে চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞাপন। আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রজ্ঞাপনটা নিয়ে যেতে চাই। সুতরাং আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এজন্য ওনাদেরকে আমরা বারবার সময় দিচ্ছি।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বলেন, সর্বশেষ আমি প্রস্তাব দিয়েছি, যদি উনাদের টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপন দিতে একটু দেরি হয়। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে হবে এই দাবিগুলো আমরা মেনে নিয়েছি। সরকারের পক্ষ থেকে আগামী দুই দিন বা তিন দিন পর আমরা প্রজ্ঞাপন দেব। যদি তারা যৌথভাবে ব্রিফিং করে এ ঘোষণা দেয় তাহলে আমরা আমাদের শহীদ মিনার অবস্থান অব্যাহত রাখব। আমাদের সারা বাংলাদেশের লাগাতার কর্মসূচি অব্যাহত রাখব। কিন্তু সচিবায়ের দিকে যে যাত্রা, আমাদের যে কর্মসূচিটি আছে, এটা আমরা প্রয়োজনে স্থগিত করব।

তিনি বলেন, আমি বলেছি, ৪টার মধ্যে আমাকে জানাতে হবে। যদি এর মধ্যে না জানান, আমার শিক্ষক কর্মচারী ভাইদেরকে কোনো অবস্থাতেই সচিবালয় অভিমুখে পদযাত্রা থেকে কেউ বিরত রাখতে পারবে না। আপনারা ৪টা পর্যন্ত ধৈর্য সহকারে অবস্থান করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]