44249

10/14/2025 ১৩ দিনে পাঁচবার বাড়ল সোনার দাম

১৩ দিনে পাঁচবার বাড়ল সোনার দাম

অর্থনৈতিক প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৫ ১০:২৭

দেশের বাজারে চলতি মাসের প্রথম ১৩ দিনে পাঁচবার সোনার দাম বেড়েছে। এর মাধ্যমে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ডও হয়েছে।

সবশেষ সোমবার (১৩ অক্টোবর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

এর আগে চলতি মাসে ৪ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা, ৬ অক্টোবর ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা, ৭ অক্টোবর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ টাকা ও ৮ অক্টোবর ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৯০৫ টাকা বাড়ায় বাজুস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]