44213

10/20/2025 গুলশান-বনানীতে অবৈধ শিশা বারে ডিএনসির অভিযান, গ্রেপ্তার ৬

গুলশান-বনানীতে অবৈধ শিশা বারে ডিএনসির অভিযান, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৫ ২১:০৮

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় অবৈধ শিশা বারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের উদ্যোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সহায়তায় গুলশান ও বনানীর ৫টি অবৈধ শিশা বারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

রোববার (১২ অক্টোবর) ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনটানা লাউঞ্জ, দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সোটিক এবং ইউনিক রিজেন্সি হোটেল-এ পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মো. মাসুম বিল্লা (২৮), মো. রাব্বি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৩) এবং নয়ন হোসেন (২০) নামের ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তিন কেজি নিষিদ্ধ শিশা, পাঁচটি হুক্কা, দুই লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার এবং শিশা বিক্রয়ের নগদ ১২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা মনটানা লাউঞ্জসহ বিভিন্ন শিশা বারে অবৈধভাবে নিকোটিনযুক্ত শিশা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ঢাকার অভিজাত এলাকায় কোনো শিশা বার বা মাদকদ্রব্য বিক্রির তথ্য পাওয়া মাত্রই তা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]