বর্তমানে বলিউডে আলোচনার কেন্দ্রে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েল। আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন কেড়েছে। তবে তার এই অবস্থানে আসার পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম ও কঠিন ত্যাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসবই জানালেন অভিনেতা।
রাঘব জানিয়েছেন, মুম্বাইয়ে তার শুরুর দিনগুলোতে কতটা কঠিন কেটেছে। একটি ছোট ঘরে দশজন ছেলের সঙ্গে দিনযাপন করতেন রাঘব। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন এসেছিলাম, আমার কাছে কিছুই ছিল না। কিন্তু, ওই সময়টাও আমি খুব উপভোগ করেছি। আমরা এক ঘরে দশজন ছেলে থাকতাম।’
রাঘব বলেন, ‘আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা সেটিকে আলমারি বানিয়ে ভেতরে জামাকাপড়, এমনকি অন্তর্বাস পর্যন্ত রাখতাম। কেউ ভুল করে ফ্রিজ খুললে নিজেই অপ্রস্তুত হয়ে পড়ত।’
অভিনয় জগতে আসার আগে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর মতো জনপ্রিয় নাচের অনুষ্ঠানে নিজের প্রতিভা দেখিয়ে তিনি ‘কিং অফ স্লো মোশন’ তকমা অর্জন করেন। নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি উপস্থাপনাতেও সফল হন। বর্তমানে তিনি অভিনয়ে নিয়মিত। আরিয়ান খানের সিরিজ ছাড়াও গত বছর মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার ‘কিল’-এ তার ভিন্নধর্মী চরিত্রটি বেশ প্রশংসিত।