44141

10/10/2025 বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধকে ভ্যানের চাবি ও নগদ অর্থ তুলে দিলেন রিজভী

বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধকে ভ্যানের চাবি ও নগদ অর্থ তুলে দিলেন রিজভী

নীলফামারী থেকে

৯ অক্টোবর ২০২৫ ১৭:২৪

নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটারি গ্রামের বৃদ্ধ মোস্তাকিন আলী। তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান তিনি। সেই মোস্তাকিন আলী ও তার স্ত্রী ছকিনা বেগমের হাতে সহায়তা তুলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো দুইটি ব্যাটারিচালিত ভ্যানের চাবি ও নগদ অর্থ মোস্তাকিনের হাতে তুলে দেন।

রিজভী আহমেদ বলেন, বৃদ্ধ মোস্তাকিনের জীবনের গল্পটা আমাদের হৃদয় ছুঁয়েছে। তিনি নিজের ঘামের বিনিময়ে বেঁচে আছেন, পরিশ্রম দিয়ে সমাজের উদাহরণ তৈরি করেছেন। আমাদের নেত্রী ও নেতা তার এই সংগ্রামের খবর জেনে সহায়তার নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমে মোস্তাকিন দম্পতির জীবনের গল্প প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে সহায়তার হাত বাড়ানো হয়। তারেক রহমানও বিষয়টি দেখে ব্যক্তিগতভাবে সাহায্যের নির্দেশ দেন বলে জানান বিএনপির নেতারা।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, বিশ্বাস করতে পারছি না, আমার মতো গরিব মানুষকে এত বড় উপহার দেওয়া হবে। সাংবাদিক ভাইয়েরা আমার খবরটা প্রকাশ করেছিলেন বলেই আজ এত কিছু পেলাম। আমার জীবনটাই যেন পাল্টে গেল।

তার স্ত্রী ছকিনা বেগম বলেন, আমরা অনেক কষ্টে ছিলাম। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের দিকে চেয়ে দেখেছেন। আমরা সবার জন্য দোয়া করি।

সহায়তা গ্রহণের পর মোস্তাকিন দম্পতি রুহুল কবির রিজভীকে উপহার হিসেবে ঘানিতে তোলা সরিষার তেল দেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে স্থানীয় এক ব্যক্তি মোস্তাকিন আলীকে একটি টিনের ঘর ও বিদ্যুৎচালিত মেশিন উপহার দেন। উপজেলা প্রশাসনও তাকে সহায়তা করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]