44111

10/09/2025 টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

খেলা ডেস্ক

৮ অক্টোবর ২০২৫ ১৮:৫৩

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। সংক্ষিপ্ততম সংস্করণে আফগানদের হোয়াইটওয়াশ করে এবার ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাঈম শেখ। তাই ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি একাদশে সুযোগ পাননি। তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান বা নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখা যাবে।

বাংলাদেশ :

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান :

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]