কথা ছিলো, ওপার বাংলার আসন্ন সিনেমা ‘ভালোবাসার মরশুম’ এ অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শোনা যায়, সিনেমায় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশীর বিপরীতে থাকবেন তিশা। কিন্তু তা আর হচ্ছে না; তার পরিবর্তে নেওয়া হচ্ছে টালিউডের নতুন মুখ, অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।
এম এন রাজ পরিচালিত এই ছবিটি নিয়ে বেশ উত্তেজনা ছিল ভক্তমহলে। বিশেষ করে, সিনেমায় তানজিন তিশা যুক্ত হচ্ছেন- এমন খবরের পরপরই। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তব হচ্ছে না। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতাকে চূড়ান্ত করেছে সিনেমার টিম।
বলে রাখা ভালো, সুস্মিতা সম্প্রতি নির্মাতা সৃজিত মুখার্জি-র ‘বান্ধবী’ হিসেবেই বেশ পরিচিতি পেয়েছেন। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। কেউ কেউ তাদের একসঙ্গে দেখে প্রেম জল্পনাও উস্কে দিয়েছেন।
এদিকে, ‘ভালোবাসার মরশুম’-এর ঘোষণা আসার পর থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। এবারও এই নিয়ে এখনও তিশা কোনো বক্তব্য দেননি।
তবে তিশাকে নিয়ে বড় সুখবর হলো, মেগাস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। ‘সোলজার’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতোমধ্যে তাকে এই সিনেমায় চূড়ান্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে; নির্মাতা সূত্রই জানিয়েছে এই তথ্য।