44038

10/20/2025 আমার কিছু যায় আসে না : বাঁধন

আমার কিছু যায় আসে না : বাঁধন

বিনোদন ডেস্ক

৫ অক্টোবর ২০২৫ ২০:০০

অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার জীবনের গভীরতম উপলব্ধি ও সমাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি প্রকাশ করে সম্প্রতি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। আমার কিছু যায় আসে না উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘যদি এটা কাউকে আঘাত দেয়, তারা আমাকে উপেক্ষা করতে পারে, ব্লক করতে পারে, ঘৃণা করতে পারে। সত্যি বলছি, আমার কিছু যায় আসে না।’

বাঁধনের পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘সমাজ ও এক অস্বস্তিকর নারী আমি চেয়েছিলাম সেই রকম মেয়ে হতে যাকে সবাই পরিচালিত করবে। যে বাধ্য হবে, খুশি করবে, চুপচাপ মানিয়ে নেবে কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ হয়েছি সেই মানুষটা হতে যা সবাই আমার কাছে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম। সত্যিই করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম আমার পরিবার যেমন মেয়ে চেয়েছিল, সমাজ যেমন নারী আশা করেছিল, ঠিক তেমন হতে।

কিন্তু আমি ব্যর্থ — আর সেইজন্য আমি নিজেকে ধন্যবাদ জানাই। কারণ আমার জন্ম হয়নি অন্য কারো চিত্রনাট্য অনুযায়ী বাঁচার জন্য। আমার কথাগুলো মানুষকে অস্বস্তিতে ফেলে। আমার কাজ তাদের স্বাচ্ছন্দ্যের সীমানায় মানায় না। আমি জানি, আমার সাথে মানিয়ে নেওয়া সহজ নয় কিন্তু আমি নিষ্ঠুর নই।

আমি মানুষকে আঘাত করি না বা অসম্মান করি না, এমনকি যখন তারা আমার সাথে সেটা করে তখনও না। এখন ৪০ পেরোনোর পর আমি নিজের সঙ্গে শান্তি স্থাপন করেছি। আমি আমার জীবন আমার শর্তে বাঁচি — স্বাধীনভাবে, সততার সঙ্গে, ক্ষমাহীনভাবে।

যদি এটা কাউকে আঘাত দেয়, তারা আমাকে উপেক্ষা করতে পারে, ব্লক করতে পারে, ঘৃণা করতে পারে। সত্যি বলছি, আমার কিছু যায় আসে না। কারণ আমি যাদের অস্বস্তিতে ফেলি, তাদের বিপরীতে আরো অনেকে আছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে বোঝে, যারা আমার সত্যের মধ্যে শক্তি খুঁজে পায়।

আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমি নিজেকে ভালোবাসি। আমি ভেঙে যাইনি। আমি কেবল সেই পৃথিবীর জন্য অস্বস্তিকর যে পৃথিবী আসল নারীদের ভয় পায়। আমি তোমাকে ভালোবাসি, আজমেরী হক বাঁধন সেই নারী যাকে তুমি অবশেষে হওয়ার সিদ্ধান্ত নিয়েছ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]