43942

10/09/2025 এশিয়া কাপে ৪ ডাক খাওয়া সাইম এখন বিশ্বসেরা অলরাউন্ডার

এশিয়া কাপে ৪ ডাক খাওয়া সাইম এখন বিশ্বসেরা অলরাউন্ডার

খেলা ডেস্ক

১ অক্টোবর ২০২৫ ১৮:৩৭

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাইম আইয়ুব। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা ডাক খেয়েছেন। সবমিলিয়ে ৭ ম্যাচে মাত্র দুই বার দুই অঙ্ক ছুঁয়েছেন।

তবে বল হাতে তার পারফরম্যান্স গ্রাফ ছিল পুরোপুরি উল্টো। মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে শিকার করেছেন ৮ উইকেট। তাতে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

লম্বা সময় ধরে শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় এই অলরাউন্ডারকে সরিয়ে এবার শীর্ষে উঠলেন সাইম। চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট এখন সাইমের।

সাইমকে জায়গা দিতে দুই নম্বরে নেমে গেছেন হার্দিক। শীর্ষে থাকা সাইমের চেয়ে তিনি ৮ ধাপ পিছিয়ে আছেন। সাইম ছাড়াও এশিয়া কাপে পারফর্ম করে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন মোহাম্মদ নাওয়াজ এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। এশিয়া কাপে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে র‍্যাংকিংয়েও রেকর্ড গড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির পর তার রেটিং ছিল ৯৩১ পয়েন্ট। যা টি-টোয়েন্টিতে রেকর্ড।

টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ৪৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]