43932

10/21/2025 বক্স অফিসে ‘রঘু ডাকাত’ কত আয় করল

বক্স অফিসে ‘রঘু ডাকাত’ কত আয় করল

বিনোদন ডেস্ক

১ অক্টোবর ২০২৫ ১৫:২৫

শারদীয়ার উৎসবের মধ্যেই বক্স অফিসে চলছে টলিপাড়ার জমজমাট লড়াই। পূজাকে কেন্দ্র করে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’। মহাষ্টমীর দিন এই ছবিটি বক্স অফিসে প্রায় কোটি টাকার (৯১ লক্ষ টাকা) ব্যবসা করেছে, যা সিনেমা বিশেষজ্ঞদেরও অবাক করেছে।

প্রথমে দেব-শুভশ্রীর জুটির 'ধূমকেতু'র চেয়ে কিছুটা ধীর গতিতে শুরু করলেও, পূজার আবহেই দেবের এই পিরিয়ড ড্রামার ব্যবসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে মঙ্গলবার, মহাষ্টমীর দিন 'রঘু ডাকাত' বক্স অফিসে রীতিমতো 'দেব ধামাকা' দেখিয়েছে।

ছবি ঘিরে বিতর্ক, রাজনৈতিক নেতার সঙ্গে দেবের উত্তপ্ত বাক্যবিনিময়, এমনকি প্রেক্ষাগৃহে শো হারানোর অভিযোগ—কোনো কিছুই যেন 'রঘু ডাকাত' দেবের জয়যাত্রাকে থামাতে পারেনি। প্রথম দিন থেকেই এই ছবিটি আরেক বিগ রিলিজ 'রক্তবীজ ২'-কে পেছনে ফেলে দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বেড়েছে।

যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যান জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৬ দিনে 'রঘু ডাকাত' মোট আয় করেছে প্রায় ৩.৭ কোটি টাকা। মহাষ্টমীর দিন এর আয় ছিল ৯১ লক্ষ টাকা, যা এর আগের দিনের চেয়ে ৭ লক্ষ টাকা বেশি।

অন্যদিকে, আবির, মিমি, ও ভিক্টর অভিনীত 'রক্তবীজ ২'-এর ব্যবসাও ঊর্ধ্বমুখী হলেও তা দেবের ছবির তুলনায় বেশ কম। মহাষ্টমীর দিনে এই ছবির কালেকশন ছিল ৫৬ লক্ষ টাকা। ছবিটির মোট আয় এখন পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ টাকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]