43926

10/21/2025 জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচার মাসব্যাপী কর্মসূচি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচার মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর ২০২৫ ১২:৫৬

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

তিনি বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার মা জাহানারা কাঞ্চন নিহত হওয়ার পর থেকেই আমার বাবা ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা আন্দোলন শুরু করেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সরকার ২০১৭ সালে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে।

মিরাজুল মইন জয় বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘিরে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে— ২, ৫ ও ১৬ অক্টোবর কাকরাইল মোড়ে রোড ক্যাম্পেইন; ৭ ও ৮ অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন; ১২ অক্টোবর মহাখালী বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন; ১৪ অক্টোবর গাবতলী বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন; ১৯-২১ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন আলোচনা সভা; ২২ অক্টোবর সরকারি র‌্যালিতে অংশগ্রহণ ও দুপুরের পর নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে র‌্যালির আয়োজন এবং এদিন বিকেলে মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও বাদ মাগরিব নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন; ২৬ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা; ২৯ অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন এবং ৩১ অক্টোবর সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।

নিসচার নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন জাতীয় সংকট। এটি কোনো ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান, সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণকে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব এস এম আজাদ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ, মান্নান ফিরোজ প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]