43865

10/09/2025 প্রতিনিয়ত ভুল করছি : তমা মির্জা

প্রতিনিয়ত ভুল করছি : তমা মির্জা

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা। অভিনয়ে নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করে তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন এই নায়িকা। নিজেকে তিনি এখনো একজন শিক্ষানবিশ মনে করেন।

অভিনয় জীবন নিয়ে তমা মির্জার মন্তব্য, ‘আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরো ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।’

গান শোনার প্রতি নিজের তীব্র ভালোবাসার কথা জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই আমার থাকে ফ্রি টাইম, কাজ নেই, আমার দেখা যায় হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।’

‘রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালীও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।’

তমার ভাষ্যে, ‘আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেয় নাই। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছে, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]