43854

10/09/2025 পরিবার নিয়ে একসঙ্গে শাকিব-অপু, ভিডিও ভাইরাল

পরিবার নিয়ে একসঙ্গে শাকিব-অপু, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩২

১০ বছরে পা রেখেছে ঢাকাই মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের এই বিশেষ দিনে ফের একসঙ্গে দেখা মিলল শাকিব-অপুকে। রোববার তাদের পারিবারিক মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মাঝে আলোচনা।

ভিডিওতে দেখা যায়, শাকিব, অপু এবং তাদের পরিবারের অন্য সদস্যরা জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন। এছাড়াও সেখানে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে।

দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়, সামনে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসিমুখে মা অপু বিশ্বাস। এ সময় অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর তার থেকে শাকিব খানকে কেক খেতেও দেখা যায়।

এ আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। আর এসব মুহূর্ত ভাইরাল হতেই শাকিব-অপু ও তার সন্তানকে ভালোবাসায় ভরে দেন অনুরাগীরা।

উলেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়। জয়ের জন্মের পর অপু বিশ্বাস তাকে প্রকাশ্যে আনলে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব তৈরি হয়।

এর অল্প সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান। তবে আলাদা হলেও সন্তানের কারণেই মাঝে মাঝে এই জুটিকে একসঙ্গে দেখা যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]