43810

10/09/2025 বাইরে একা বের হয়ে তিক্ত অভিজ্ঞতা অজয়-কাজলের ছেলের

বাইরে একা বের হয়ে তিক্ত অভিজ্ঞতা অজয়-কাজলের ছেলের

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৬

বাইরে একা বের হয়ে অস্বস্তিকর অবস্থায় পড়ল বলিউড তারকা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের ছেলে যুগ দেবগন। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়ে এই স্টারকিড।

ভারতীয় গণমাধ্যমের খবর, ১৫ বছর বয়সী এই কিশোর একা বাইরে বের হলে তার ছবি তোলার জন্য পাপারাজ্জিরা ঘিরে ধরে। এতে কিছুটা বিরক্ত হয়ে যুগ তাদের ছবি তুলতে নিষেধ করে। এই ঘটনা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুগ দেবগন একটি বড় কালো ছাতা হাতে বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু পাপারাজ্জি তার পিছু নেয়। ক্যামেরার ঝলকানি দেখে যুগ অস্বস্তিবোধ করে। এ সময় সে হাতজোড় করে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলে, ‘দয়া করে, এখন নয়।’

তার এই সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি নেটিজেনদের নজর কেড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই যুগের পক্ষে মন্তব্য করছেন। অনেকে বলছেন, তারকা সন্তান হলেও তার ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো উচিত। সর্বোপরি নেটিজেনরা তারকা সন্তানদের ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপনের অধিকারকে সমর্থন করছেন।

তারকা এবং তাদের সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে পাপারাজ্জিদের কর্মকাণ্ড প্রায়শই বিতর্কের জন্ম দেয়। যুগের এই ঘটনাটি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]