4380

05/19/2024 তামিম-মুশফিকদের আজ ইতিহাস গড়ার দিন

তামিম-মুশফিকদের আজ ইতিহাস গড়ার দিন

ক্রীড়া ডেস্ক

২৫ মে ২০২১ ১৮:৩২

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। হোম সিরিজে প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে হারিয়ে চাঙা তামিম-মুশফিকরা। আজ আরেকটি জয়ই ঘুচিয়ে দেবে দীর্ঘদিনের আক্ষেপ। এই প্রতিপক্ষের বিপক্ষে অনেক সুখস্মৃতি থাকলেও কখনই ওয়ানডে সিরিজ জেতা হয়নি টাইগারদের।

মিরপুরে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা একটায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস আর গাজী টিভি।

তবে ইতিহাস গড়ার সুযোগটি বাংলাদেশ পাবে কিনা সেটি নিয়ে শঙ্কা কাজ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি!

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ম্যাচ চলার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। তার পরও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত কিংবা কার্টেল ওভারে গড়াতে পারে। সেটি হলেও ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ স্বাগতিকদের সামনে।

কারণ বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই হেরেছে তামিম-সাকিবরা। বাকি দুটি সিরিজ বৃষ্টির কারণে ড্র হয়েছে। সেই সিরিজ দুটিতে শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে ও ২০১৭ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছিল।

সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। মাশরাফির অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ওই সফরে তারা হোয়াইটওয়াশ হয়েছিল ৩-০ ব্যবধানে। দুই বছরের ব্যবধানে তামিম দলের নিয়মিত অধিনায়ক। এবার ঘরের মাঠে হয়তো পুরনো হারের বদলা নেবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ৩৩ রানের জয়টি এসেছিল দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক-তামিম- মাহমুদউল্লাহ ত্রয়ীর অবদানে। বোলার মিরাজ ও মোস্তাফিজও ঝলক দেখিয়েছিলেন।

মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশের আগের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন লিটন দাস। শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরে রাখলে সুযোগ হতে পারে সৌম্য সরকারের। তবে উইনিং কম্বিনেশন রেখে দিলে হয়তো আরও একবার সুযোগ পেতে পারেন লিটন। সেক্ষেত্রে তাকে হয়তো উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামানো হবে না।

এবার সুযোগ সিরিজ জিততে না পারার দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচানোর। প্রথম ম্যাচে সহজ জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে তামিম ইকবালের দল। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজের ট্রফি নিশ্চিত করাই শুধু নয়, আরও একটি বড় অর্জন যুক্ত হবে টাইগারদের খাতায়।

এই ম্যাচের জয় ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগেও শীর্ষে তুলে দেবে বাংলাদেশকে। এখন ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে টাইগাররা। তাদের ওপরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান আর অস্ট্রেলিয়ারও পয়েন্ট সমান ৪০। আজ জিতলে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে তামিম ইকবালের দল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]