অতীতের সরকারগুলোর দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি ঘোষণা দিয়েছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক হেলথ কমপ্লেক্স চালু করা হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ মাঠে মতিঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো ছাড়া বিকল্প নেই। এজন্য জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের দায়িত্ব কেবল ক্ষমতায় গেলে কাজ করা নয়, বরং দুর্দিনে জনগণের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না গিয়েও দুর্ভোগের সময়ে মানুষের জন্য কাজ করেছে। ইসলামের শিক্ষা হলো সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করা–এই নীতিতেই জামায়াতের সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে বলেও তিনি উল্লেখ করেন।
দুর্নীতি ও স্বজনপ্রীতির উদাহরণ টেনে ড. হেলাল উদ্দিন বলেন, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি। কিন্তু জামায়াতে ইসলামীর অতীত নেতৃত্ব দুর্নীতির কলঙ্কমুক্ত। সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি শহীদ আলী আহসান মুজাহিদ দায়িত্ব পালনের সময় তিনটি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয়নি। বরং তাদের আমলে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু হয়েছিল এবং লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল। অথচ পরবর্তী সরকারগুলো আবারও সেগুলো ধ্বংস করে দিয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীর হাতে দিলে বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো হবে।
তিনি বলেন, আমরা একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মর্যাদাবান বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত। দুর্নীতি ও লুটপাট নয়, ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করাই হবে আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. জসিমুল হক পাটোয়ারী, মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ড. হেলাল উদ্দিন যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত জুলাই জাগরণ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। সেখানে তিনি যুব সমাজকে মাদক ও অস্ত্র থেকে দূরে থেকে নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান এবং তিনি বলেন, যারা যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিপথে ঠেলে দিয়েছে, তাদের বর্জন করতে হবে। জামায়াতে ইসলামী যুবসমাজকে আলোকিত ভবিষ্যতের পথে নেতৃত্ব দিতে প্রস্তুত।