43743

09/25/2025 নথিপত্র উদ্ধারের পর উল্টো সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি

নথিপত্র উদ্ধারের পর উল্টো সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দেশে-বিদেশে থাকা সম্পদের দলিলসহ ২৩ বস্তা নথিপত্র জব্দ করার ঘটনায় এবার উল্টো সাধারণ ডায়েরি করা হয়েছে চান্দগাঁও থানায়। জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে অ্যাসিসটেন্ট সিকিউরিটি অফিসার রাশেদ কামাল (৩৪) বুধবার (২৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানায় হাজির হয়ে এই ডায়েরি করেছেন।

এই বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির জানান, আরামিট গ্রুপের রাশেদ কামাল নামে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরিতে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের কিছু নথিপত্র কর্তৃপক্ষকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়। পরে যা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দৃষ্টিগোচর হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর ৩ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দেখা যায়, ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় আরামিট গ্রুপের পিয়ন মোর্শেদ ও শাহাদাত (চট্ট-মেট্টো-চ-৫১-২৩১৯) গাড়িতে ২৩ বস্তা মালামাল উঠিয়ে দেয় এবং রাত ৮টা ৩১ মিনিটে ড্রাইভার হাছি মিয়া ওই মালামাল নিয়ে বের হয়ে যান। তার গাড়ির সঙ্গে সাদা রঙের একটি কার ছিল, যেটি রুকমিলা জামানের বাসার ড্রাইভার ইলিয়াস ড্রাইভ করছিলেন। এরপর ওই মালামাল নিয়ে ড্রাইভার ইলিয়াসের বাড়িতে যায় এবং সেগুলো তার ঘরে রাখে।

এসব মালামাল রাখার পর রাত ১১টা ৩০ মিনিটে আরামিট গ্রুপের অফিসে ফেরত আসে। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করে রাখার কথাও উল্লেখ করা হয় ডায়েরিতে।

এই বিষয়ে রাশেদ কামাল জানান, আরামিটের পক্ষ থেকে আমরা চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছি। সেখানে ২৩ বস্তা নথিপত্র উদ্ধারের বিষয়ে উল্লেখ আছে।

তথ্যমতে, ১৭ সেপ্টেম্বর রাতে আরামিট গ্রুপের দুই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুল আজিজ ও উৎপল পালকে নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দুদকের টিম। এরপর তাদের আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সাবেক মন্ত্রীর স্ত্রীর গাড়িচালকের বাড়ির পাশ থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করে দুদক। দুদক বলছে, নথিপত্রগুলো সাবেক মন্ত্রী জাবেদের দেশে-বিদেশে থাকা সম্পদের দলিলসহ বিভিন্ন হিসাবনিকাশের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]