43737

09/25/2025 ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার পাচার হচ্ছে : কৃষি উপদেষ্টা

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার পাচার হচ্ছে : কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বেশি সার দিলেই পাচার হয়ে যায়। তাই কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না। প্রয়োজনের বেশি সার দিলে এমনটা হয়। আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না।

সারের দাম বৃদ্ধি ও সংকট রোধে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

গত এক বছরে দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু। তাই কৃষকরা আলুর দাম পাচ্ছে না বলেও জানান কৃষি উপদেষ্টা। তিনি বলেন, গত এক বছরে দেশে ১১৫.৭৩৬ মেট্রিকটন আলুর উৎপাদন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় আলু কোল্ড স্টোরেজ মজুত আছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমবারের মতো আমরা চীনে আলু রপ্তানি করেছি। এছাড়া কৃষকদের ক্ষতি যেন না হয় তাই সরকার কৃষকদের থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করবে।

তিনি আরও বলেন, আমাদের দেশি আলু দিয়ে ভালো মানের চিপস তৈরি হয় না। কারণ আমাদের আলুতে পানি বেশি থাকে। তাই বিদেশ থেকে আলুর নতুন বীজ আমদানির সিদ্ধান্ত নিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]