43710

09/25/2025 খুলনা রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি

খুলনা রেজিস্ট্রি অফিসের সামনে যুবককে গুলি

খুলনা থেকে

২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯

খুলনায় অনিক নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মহানগরীর রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

আহত যুবক নগরীর কালীবাড়ি এলাকার মন্টু দাসের ছেলে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অনিক কেসিসি মার্কেটের পাশে দাঁড়িয়েছিল। দুটি মোটরসাইকেলে তিনজন যুবক সেখানে এসে তাকে মোটরসাইকেলে বসতে বলে। অনিক গাড়িতে উঠতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয় ওই তিন যুবক।

শুরু হয় তাদের মধ্যে ধস্তাধস্তি। একপর্যায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে অনিককে হত্যার উদ্দেশে পরপর দুটি গুলি ছোড়ে। এর একটি তার পায়ে এবং অপরটি উরুতে লাগে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে পিস্তল, গুলি এবং ম্যাগজিন ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে আহত অনিককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]