437

05/19/2024 জামালপুরে করোনায় নতুন আক্রান্ত পাঁচজন

জামালপুরে করোনায় নতুন আক্রান্ত পাঁচজন

জেলা সংবাদদাতা, জামালপুর

১৯ এপ্রিল ২০২০ ০০:১০

জামালপুরে করোনা ভাইরাসে নতুন করে আরো পাঁচজন সংক্রামিত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২১ জন হলো। এরমধ্যে দুইজন করোনা শনাক্তের আগেই মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় জেলায় নতুন করে পাঁচজনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান জানান, জেলায় নতুন করে মোট ৪৫ জনের নমুনা পরীক্ষায় আরো ৫ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত চার’শ ৮ জনের নমুনা পরীক্ষা করা হলো। এদের মধ্যে দুই নারী নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন। একজনের অবস্থা নবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আক্রান্তদের, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা রয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে কর্মরত ওয়ার্ডবয় দুই জন, এদের মধ্যে একজন করোনা আইসোলেশনে কর্মরত ছিলেন। আগেই করোনায় আক্রান্ত নারীর স্বামী (৩৫) ও শাশুড়ী (৫৫) রয়েছে। অপরজন হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা ঢাকা ফেরত ২৫ বছর বয়সী এক যুবক।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]