43614

09/23/2025 তলানির দিকে যাচ্ছে বিএনপি, সংসদ নির্বাচনে ১০০’র বেশি আসন পাবে না: এনসিপি

তলানির দিকে যাচ্ছে বিএনপি, সংসদ নির্বাচনে ১০০’র বেশি আসন পাবে না: এনসিপি

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮

বিএনপি তলানির দিকে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচনে দলটি ১০০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত-বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। সবগুলো আসনে জয়ের জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ইট কামস টু দ্য প্র্যাক্টিক্যাল, আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টা আসন উইন করার এবং একদম কনফার্ম, এরকম জিতার মতো সিচুয়েশনে আছে। কিন্তু ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব ইনশাআল্লাহ।

তাহলে বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে– এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবেন তারা ডিসাইড করতে পারবেন। আমাদের জায়গা থেকে অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলো করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম, বিএনপির পঞ্চাশ, একশ আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন, তলানিতে যাচ্ছে।

সংসদে আপনারা কী তবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠতা আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চকক্ষে, পিআর রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]