43499

09/21/2025 নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে

জেলা সংবাদদাতা, কুমিল্লা

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২২

কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা জজ আদালতে আসামীরা জামিন আবেদন করলে বিচারক মাহবুব আলম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

আসামিরা হলেন- আলীয়ারা গ্রামের ছালেহ আহমদ (৬৫), জিয়া (৪৫), ইউনুস (৪০), তারেক (২৮), সাকিব (২৫), সাখাওয়াত (৩৮) ও ছানাউল্লাহ (৫০)।

উল্লেখ্য, চলতি বছরের ০৩ আগস্ট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আলাউদ্দিনকে (৫৫) তার নিজ বাড়ির সামনে থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে রাখে উল্লেখিত আসামীরা ।

এ ঘটনায় নিহত আলাউদ্দিন মেম্বারের ছেলে যোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে পরে হাইকোর্ট থেকে জামিন নেয়। হাইকোর্টে জামিন শেষে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এছাড়া মামলার প্রধান আসামী শেখ ফরিদকে গত একমাস পূর্বে ঢাকা থেকে র‌্যাব-১১ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]