43292

09/17/2025 মেটা কানেক্ট ২০২৫ : আলোচনায় স্মার্ট গ্লাস

মেটা কানেক্ট ২০২৫ : আলোচনায় স্মার্ট গ্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

সিলিকন ভ্যালির সবচেয়ে বড় আয়োজনের একটি ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হচ্ছে বুধবার। মেনলো পার্কে মেটার প্রধান কার্যালয়ে বসছে এ আয়োজন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে কোম্পানির নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।

রেও-ব্যান ও ওকলের সঙ্গে যৌথভাবে তৈরি এআই–চালিত স্মার্ট গ্লাস বাজারে ইতিমধ্যেই আলোড়ন তুলেছে। এবার আসতে পারে আরও চমক— হাইপারনোভা নামে নতুন ধরনের স্মার্ট গ্লাস।

ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, চশমার ডান লেন্সে থাকছে হেডস-আপ ডিসপ্লে। সঙ্গে ক্যামেরা, মাইক্রোফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী।

শুধু রেও-ব্যান নয়, ওকলের স্পেয়ারা স্টাইল মডেলও আলোচনায় আছে। এটির বড় ইউনিফাইড লেন্স বিশেষভাবে আকর্ষণীয় দৌড়বিদ বা বাইকারদের জন্য। আগের মডেলগুলোর তুলনায় এর ডিজাইন আরও স্পোর্টি। আর ক্যামেরা বসানো হয়েছে নাকের ঠিক উপরে।

এবারের কানেক্ট মঞ্চে আরেকটি বড় আলোচনার বিষয় হতে পারে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস। সাবেক স্কেল এআই প্রধান আলেকজান্ডার ওয়াংকে নেতৃত্বে রেখে এ ল্যাব গড়ে তুলেছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক দৌড়ে নিজেদের অবস্থান সুসংহত করতেই এই উদ্যোগ।

বিশেষজ্ঞরা বলছেন, গ্লাসের সঙ্গে এআই– এর সমন্বয় মেটাকে নতুন প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের শীর্ষে নিয়ে যেতে পারে। কোম্পানির প্রধান বিজ্ঞানী মাইকেল অ্যাব্রাশ এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিউকম্ব বৃহস্পতিবার এ প্রসঙ্গে আলোচনা করবেন।

মেটাভার্স পেছনে, নাকি সামনে?
‘মেটা কানেক্ট’ নাম শুনলেই মেটাভার্সের কথা মনে আসে। তবে এবারের আয়োজনটি মেটাভার্সের চেয়ে এআই ও ওয়্যারেবল প্রযুক্তির ওপর বেশি জোর দেবে বলেই মনে করা হচ্ছে। যদিও সিইও মার্ক জাকারবার্গ তার মূল বক্তব্যে মেটাভার্সের প্রসঙ্গ তুলবেন— এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

কবে, কোথায়, কীভাবে দেখা যাবে?
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল বক্তব্য। মেটার ওয়েবসাইট থেকে বিনামূল্যে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। এছাড়া মেটা কুয়েস্ট হেডসেট ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটিতেও উপভোগ করতে পারবেন এ আয়োজন।

ডেভেলপারদের জন্য আলাদা সেশনও থাকছে। যেখানে এআই–চালিত নতুন অভিজ্ঞতা তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।

সামনে কী অপেক্ষা করছে?
মেটা ইতিমধ্যেই লক্ষ লক্ষ স্মার্ট গ্লাস বিক্রি করেছে। তবে এ বছরের হাইপারনোভা বা নতুন ওকলি মডেল সফল হলে, প্রযুক্তি বিশ্বে সত্যিকারের ‘চোখের বিপ্লব’ ঘটতে পারে।

আর যদি তা হয়, তবে বলা যায়— মেটা আবারও প্রমাণ করবে, ভবিষ্যতের প্রযুক্তি আমাদের চোখ দিয়েই শুরু হতে যাচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]