43291

09/17/2025 জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে

জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। শহরের বাতাসের মানের স্কোর ১৭১, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তুলনায়, ঢাকার স্কোর ৭১, যা ‘সহনীয়’ মানের এবং শহরটিকে ২৭তম স্থানে রেখেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭১। দ্বিতীয় স্থানে আছে ইরাকের রাজধানী বাগদাদ (স্কোর ১৬৭), তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত (স্কোর ১৫৮) এবং চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (স্কোর ১৫৭)। ঢাকার স্কোর ৭১, যা তাকে ২৭তম স্থানে রেখেছে। এই স্কোর ঢাকার বাতাসকে ‘সহনীয়’ মানের বলে নির্দেশ করে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

বায়ুদূষণ মূলত পিএম১০, পিএম২.৫, এনও২, সিও, এসও২ এবং ওজোন থেকে সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণ স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক শ্বাসযন্ত্রের রোগ ও ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]