43158

09/15/2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের সিপিডি প্রশিক্ষণ স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের সিপিডি প্রশিক্ষণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২

কলেজে পাঠদানরত শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছিল ‘কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি)’ প্রশিক্ষণ কর্মশালা। কিন্তু এর ষষ্ঠ ব্যাচের ফেইস-টু-ফেইস প্রশিক্ষণ কর্মশালা অসংগঠিত পরিস্থিতির কারণে স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ পাস ও সম্মান স্নাতক, এবং স্নাতকোত্তর স্তরের অধ্যাপকদের জন্য জেলা পর্যায়ে আয়োজন করা হয়েছিল। সেপ্টেম্বরে কক্সবাজার ও পার্শ্ববর্তী জেলার কলেজগুলোর শিক্ষক অংশগ্রহণ করবেন বলে পরিকল্পনা ছিল। পাঁচ দিনের এটি একটি সরাসরি (ফেস টু ফেস) প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।

তবে অনিবার্য কারণে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ব্যাচটি শুরু করা যাবে না। বিশ্ববিদ্যালয় বলেছে, স্থগিতের পর পরবর্তী সময়ে সময়সূচিসহ নতুন বিজ্ঞপ্তি দেওয়া হবে।

শিক্ষক প্রশিক্ষণ দফতরের অফিসিয়াল ফেসবুক পেজ এবং তথ্যসেবা নম্বরে যোগাযোগের মাধ্যমে নতুন সময়সূচি জানানো হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]