রাজধানী ঢাকায় আজ সোমবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সকালে (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন অর্থাৎ রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকার পাশাপাশি দেশের প্রায় সব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। বিশেষ করে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের হিসাবে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে প্রস্তুত ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।