43117

09/14/2025 সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইলে বারবার সাইবার হামলা

সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইলে বারবার সাইবার হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইলে ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘ডাকসু নির্বাচনের আগে থেকেই আমার ফেসবুক আইডিতে ধারাবাহিকভাবে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে। ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই হামলা আরও ভয়াবহ রূপ নেয়। এর ফলে একাধিকবার আমার আইডি সাসপেন্ড হয়।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থেকে কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা হতে পারে না। যারা এই ন্যাক্কারজনক সাইবার হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।’

শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘কয়েকজন শুভাকাঙ্ক্ষী আইডি পুনরুদ্ধারে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]