43109

09/14/2025 বৃষ্টির দিনে পায়ের যত্ন

বৃষ্টির দিনে পায়ের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২

বর্ষার দিনে অসুখবিসুখের মাত্রা বৃদ্ধি পায়, সেইসঙ্গে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয় পা। কাদামাখা রাস্তায় হেঁটে অনেকটা নাজুক হয়ে ওঠে পায়ের ত্বক ও নখ। এসময় তাই পায়ের একটু বাড়তি যত্ন প্রয়োজন।

পায়ের নখ সব সময় ছোট রাখতে হবে। একটি পরিষ্কার টুথব্রাশ দিয়ে পায়ের নখ শ্যাম্পু পানিতে ঘষুন। পায়ে মৃত কোষ থাকলে তা ব্রাশ দিয়ে ঘষে ফেলে দিন।

একটি পাত্রে এক মগ কুসুম গরম পানি নিয়ে তাতে ১ চামচ গোলাপ জল, লেবুর রস ও নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। ফুলের পাপড়ি থাকলে পানিতে দিয়ে দিন। এবার সে পাত্রে পা ডুবিয়ে রাখুন।

এবার পরিষ্কার তোয়ালে দিয়ে পা মুছে নিন। প্রাকৃতিকভাবে পায়ের যত্ন নিতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা সমৃদ্ধ নারিকেল তেল ও অলিভ ওয়েল।

রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে এ দুই ধরনের তেল পায়ে কয়েক মিনিট মালিশ করুন। সারা রাত রেখে সকালে ঘুম থেকে উঠেই পার্থক্য টের পাবেন।

এসব ধাপ নিয়মিত মেনে চললে আপনি সহজেই পেতে পারেন সুন্দর তুলতুলে নরম পা। এমন যত্নে পায়ের বিভিন্ন সমস্যারও সমাধান হতে পারে। যেমন পায়ের গোড়ালি ফাটা, পায়ে দুর্গদ্ধ, ব্যাকটেরিয়া সংক্রমণ, পা শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি। তাই আজ থেকেই পায়ের যত্ন নিন, সুস্থ থাকুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]