4292

10/23/2025 ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন হালেপ

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন হালেপ

ক্রীড়া ডেস্ক

২২ মে ২০২১ ১৯:৩৬

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন টেনিস র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা তারকা সিমোনা হালেপ। পেশির চোটের কারণে এবারের আসরে খেলতে পারবেন না ২০১৮ সালের চ্যাম্পিয়ন হালেপ।

ইএসপিএনের খবর অনুযায়ী, প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন হালেপ। সে চোটের কথাও জানান এই রোমানিয়ান তারকা।

ফ্রেঞ্চ ওপেন থেকে সরা দাঁড়ানোর ঘোষণা দিয়ে টুইটারে হালেপ লিখেছেন, ‘অতি আক্ষেপের সঙ্গে জানাচ্ছি যে, আমি এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছি। এ বছর ভাগ্যক্রমে আমার পেশির ইনজুরি সারতে আরও সময় লাগবে। একজন অ্যাথলেট হিসেবে যেকোনো গ্র্যান্ড স্লাম থেকে নাম সরিয়ে নেওয়া কঠিন।’

কিছুদিন আগে ইতালিয়ান ওপেন খেলার সময় বাঁ-পায়ের পেশিতে চোট পান হালেপ। সেই চোট সেরে ওঠেনি বলেই এবার খেলতে পারবেন না তিনি। আগামী ৩০ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]