42913

09/11/2025 মাকে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মাকে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জেলা সংবাদদাতা, মানিকগঞ্জ

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৭

মানিকগঞ্জের দৌলতপুরে অর্থ-সম্পদের দ্বন্দ্বের জেরে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ছেলে রবিচন্দ্র ভদ্র (৪২) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত করুনা রানী ভদ্র (৬২) উপজেলার মান্দারতা গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অর্থ-সম্পদ নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে ভোররাতে রবিচন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতর মাকে গলা কেটে হত্যা করেন। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্র মারা যান।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]