4273

05/19/2024 ভারত থেকে ফেরা ৬ যাত্রীর করোনা শনাক্ত

ভারত থেকে ফেরা ৬ যাত্রীর করোনা শনাক্ত

জেলা সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

২০ মে ২০২১ ২৩:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা এ পর্যন্ত ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গত ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার। তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা হাইকমিশনের অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরছেন। প্রতিদিনিই অন্তত ৩০/৩৫ জন করে এ পর্যন্ত সাড়ে ৭শ’ যাত্রী এ বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় মোট ৯টি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ৩৯১ জন এদের মধ্যে ৩৩৭ জন ভারত থেকে ফেরা যাত্রী।

সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, ভারত থেকে ফিরে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন নিশ্চিতসহ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট করোনায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ৭৪১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬৪ জন। করোনায় মৃতের সংখ্যা ৫৮ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]