426

04/30/2025 করোনা পরিস্থিতির উন্নতি হলেই খুলবে পোশাক কারখানা : বিজিএমইএ

করোনা পরিস্থিতির উন্নতি হলেই খুলবে পোশাক কারখানা : বিজিএমইএ

সময় নিউজ ডেস্ক

১৮ এপ্রিল ২০২০ ০৩:০৩

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলেই তৈরি পোশাক খাতের কারখানাগুলো খোলা হবে বলে জানিয়েছেন বিজিএমইএম।

শুক্রবার বিজিএমইএর এর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সংগঠনের সদস্য কারখানা খোলা রাখার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএ এর অবস্থা অত্যন্ত স্পষ্ট। কারখানা চালু করার আগে নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে হবে। যদি সার্বিকভাবে করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে সঠিক সময়ে কারখানাগুলো খুলে দেওয়া হবে। এই মুহুর্তে বিজিএমইএ এর প্রথম এবং একমাত্র অগ্রাধিকার হচ্ছে, শ্রমিক ভাই-বোনদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরু হওয়ার পর বিজিএমইএ তাদের সদস্যদের কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করে। সেই অনুরোধের প্রেক্ষিতে অনেক সদস্য কারখানা বন্ধ রাখলেও কিছু কিছু কারখানায় উৎপাদন চালু থাকে। গত ৫ এপ্রিল বন্ধ করাখানা চালু হওয়ার কথা থাকলেও ৬ এপ্রিল বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য করে কারখানাও বন্ধের সময়সীমা বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]