42509

09/06/2025 জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে গণঅধিকার জড়িত নয়: রাশেদ খান

জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে গণঅধিকার জড়িত নয়: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৯

গতকাল শাহবাগে সমাবেশের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইলে যায়নি। সেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে আমাদের দল জড়িত নয়— এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানানোর স্পর্ধা দেখিয়েছে। জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এ সময় ফ্যাসিবাদের ঠাঁই এই দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, নুরুল হক নুর কোনো কিছু মনে রাখতে পারছে না। শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। একটি মহল নুরকে বিদেশে পাঠানো হোক চায় না। এ সময় নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে এসে একদল লোক কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই হামলার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]