42451

09/06/2025 বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে চিঠি

বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে চিঠি

ক্রীড়া ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আসন্ন। ৪ অক্টোবর হতে যাওয়া এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যা এখন দেশীয় ক্রীড়াঙ্গনে প্রধান আলোচনার বিষয়। এরই মাঝে বুলবুল প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। সে কারণে নিরাপত্তা ও সরকারি বন্দুকধারী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যেখানে আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। যদিও চিঠিতে হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেনি বিসিবি।

ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’

পরবর্তীতে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। কয়েকদিন আগে অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে অন্যান্য অঙ্গনের মতো বিসিবির নেতৃত্বেও পালাবদল আসে। তবে বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়া ফারুক আহমেদকে মে মাসে সরিয়ে দেওয়া হয়। তার বদলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন দেয় সাবেক অধিনায়ক ও আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই প্রথম সেঞ্চুরিয়ান স্বল্পমেয়াদে দায়িত্বগ্রহণ বা টি-টোয়েন্টি খেলার কথা জানান।

এদিকে, আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর একের পর এক চমক আসছে। পরিচালক পদে নির্বাচনের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম। পরবর্তীতে ফারুকসহ আরও কয়েকজনের পরিচালক নির্বাচনের কথা জানা গেছে। এর মাঝেই আসে বুলবুলের ঘোষণা। ‘টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে খেলতে চান’ জানিয়ে চালু করা কাজ এগিয়ে নিতে নতুন নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]