42336

09/04/2025 জাপা নিষিদ্ধসহ তিন দাবি রেখে সড়ক ছাড়ল গণঅধিকার পরিষদ

জাপা নিষিদ্ধসহ তিন দাবি রেখে সড়ক ছাড়ল গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভের পর জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধসহ তিনটি দাবির কথা জানিয়ে সড়ক ছেড়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে তারা পল্টন মোড় ত্যাগ করে। তার আগে বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদ। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণঅধিকার পরিষদের সড়ক ছাড়ার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুল আমিন।

তিনি বলেন, ‘তারা আসছিল, সড়ক অবরোধ করে বক্তব্য রাখছে। এরপর চলে গেছে।’

এর আগে সড়কে অবস্থান নিয়ে নুরের ওপর ওপর হামলাকারীদের গ্রেফতার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাপা নিষিদ্ধের দাবি জানান গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে দলটির কয়েকজন নেতা বক্তব্য দেন।

তার আগে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে পল্টন মোড় হয়ে যাতায়াতকারী রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে পথচারী ও বিভিন্ন রুটের যাত্রীরা।

তবে ছয়টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]