তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে তারা সড়কে এসে অবস্থান নেন, এখনো রয়েছেন।
জানা গেছে, সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে পল্টন মোড় হয়ে রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সকল যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। তারা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।